দীনেন্দ্রকুমার রায়

দীনেন্দ্রকুমার রায় প্রকৃত অর্থেই ছিলেন ‘কথাচিত্রকর’। অথচ সারা জীবন সাহিত্য করেই উপার্জনে ব্রতী হয়েছিলেন বলে লিখতে হয়েছে কত না অকিঞ্চিৎকর লেখা।
একজন শক্তিশালী কথাকারের অতি-ব্যবহার জনিত শ্রমস্বেদাক্ত প্রচেষ্টার এই অপচয় এবং আমাদের যাবতীয় অবহেলাজনিত আক্ষেপের মধ্যেই দীনেন্দ্রকুমারের ‘চিত্র ও চরিত্র’ জাতীয় রচনাগুলির খুবই কদর হয়েছিল। বস্তুত দীনেন্দ্রকুমারের জনপ্রিয়তার একদিকে আছে তাঁর রহস্য-রোমাঞ্চ জাতীয় রচনা, আর একদিকে আছে পল্লীবিষয়ক রচনাগুলি। এক শ্রেণীর পাঠকের কাছে তাঁর লঘু রচনাগুলি প্রশ্রয় পেয়েছিল, তেমনি অন্য এক শ্রেণীর পাঠক তাঁর রচনায় খুঁজে পেয়েছিলেন বাঙালিজীবনের চিরকালীন সুর। তাঁর পল্লীবিষয়ক রচনাগুলির সংখ্যাপ্রাচুর্যও আমাদের বিস্মিত করে। তার অধিকাংশই সাময়িকপত্রের পৃষ্ঠা থেকে দুই মলাটের ভেতরে বন্দি হয়নি। দীনেন্দ্রকুমারের আশঙ্কা ছিল, “বাঙ্গালার মনমাতানো কলার হাটে কলা-কৌশল বর্জিত এই সব অনতিরঞ্জিত চিত্র হয়ত বিকাইবে না।”
দীনেন্দ্রকুমারের গ্রন্থিত অথচ দীর্ঘকাল ধরে দুষ্প্রাপ্য এবং সাময়িকপত্রের পাতায় প্রকাশিত ও অগ্রন্থিত কথাচিত্রমূলক রচনার সংখ্যা কম নয়। তারই শ্রেষ্ঠ ক-টি নিয়ে সুপ্রকাশ ধারাবাহিকভাবে প্রকাশ করেছে দুটি বই ‘সেকালের সমাজচিত্র’ এবং ‘সেকালের চিত্র চরিত্র’।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, দীনেন্দ্রকুমারের বিপুল রচনাসম্ভার ও বঞ্চনাপীড়িত সাহিত্য-জীবন নিয়ে এ যাবৎকালের একমাত্র পূর্ণাঙ্গ গ্রন্থ শতঞ্জীব রাহার ‘কথাচিত্রকর দীনেন্দ্রকুমার রায়’ -এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল সুপ্রকাশের প্রথম পর্যায়ে, অর্থাৎ নব্বই দশকেই এবং বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।
সংকলিত রচনাগুলিতে দীনেন্দ্রকুমারের পর্যবেক্ষণ শক্তির নির্দ্বিধ প্রমাণ রয়েছে। তাঁর পর্যবেক্ষণের পরিসরে সমাজ-ইতিহাসের বহুবিধ উপাদান ও উপকরণ ছড়িয়ে আছে। তাছাড়া এর পরতে পরতে লুকিয়ে আছে কৃষি ও গ্রামভিত্তিক সমাজে বাসকারী একটি বৃহৎ জাতিগত সমাজগোষ্ঠীর যাপিত জীবনের ইতিহাস— দেশ-কাল-পরিস্থিতির ব্যাখ্যাত্তীর্ণ ভূমিপ্রজ জীবনকথা।
এইসব রচনায় প্রকীর্ণ উপকরণগুলির বিমিশ্রিত রূপটিকে আমরা ‘কাঁচা ইতিহাস’ বলতে পারি। সে-জন্য দীনেন্দ্রকুমারের সাক্ষ্যের সঙ্গে তদানীন্তনকালের অন্যান্য উপাদানের তুলনা-প্রতিতুলনা ভিত্তিক পাঠ এবং আলোচনা-পুনরালোচনা করা প্রয়োজন। মুখ্যত সে-কারণেই আমাদের গ্রন্থনার আয়োজন।

Showing all 2 results