মিহির সেনগুপ্ত

মিহির সেনগুপ্তর জন্ম ১৯৪৭ সালে র ১ সেপ্টেম্বর পূর্ববঙ্গের বরিশাল জেলার কেওড়া গ্রামে (অধুনা বাংলাদেশের ঝালকাঠি জেলায়)। পাশে র গ্রামে র স্কুল থেকে বৃত্তিসহ ম্যাট্রিকুলেশন পাশ করে মিহির এক বছর বরিশাল ব্রজমোহন কলেজে পড়াশোনা করেন। কিন্তু এই পড়াশোনা ব্যবহারিক অর্থে বৃথা যায়। ১৯৬৩ সালে কলকাতায় এসে স্কুল পর্যায় থেকে আবার পড়াশোনা করতে হয় তাঁকে। পরে ১৯৬৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষায় স্নাতক হয়ে অকাদেমিক পড়াশোনায় ইতি। সংসারের প্রয়োজনে সেই সময়েই চাকরিতে যোগদান। কর্মসূত্রে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে তিনি বসবাস করেছেন। প্রয়াত হয়েছেন ১৭ জানয়ুারি, ২০২২। তাঁর বিখ্যাত বই বিষাদবক্ষৃ, সিদ্ধিগঞ্জের মোকাম, টাঁড় পাহাড়ের পদাবলি , বিদুর ইত্যাদি । ‘বিষাদবক্ষৃ’ গ্রন্থের জন্য ১৪১১ বঙ্গাব্দে পেয়েছেন আনন্দ পুরস্কার।

Showing all 5 results